স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ১৩০ টাঙ্গাইল-১ থেকে ১৩৭ টাঙ্গাইল-৮ আসন পর্যন্ত নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা জারি করা হয়েছে।  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানের রিটার্নিং অফিসার শরীফা হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে পোস্টার, লিফলেট, স্টিকার, ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড ইত্যাদি লাগানো ও টাঙানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এসব প্রচার সামগ্রী দ্রুত নিজ উদ্যোগে অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

জারি করা গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্দেশনা জারির ৪৮ ঘণ্টার মধ্যে সকল অবৈধ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করতে হবে।  নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।